আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের (একেএমএমসি) ১৪তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান সোমবার দুপুরে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলি ও নবাগত ছাত্র-ছাত্রীরা দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. এখলাসুর রহমান।